দেশে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শেষ পাওয়ার খবর অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২,৭১০-এ। সবচয়ে বেশি সংখ্যক করোনা আক্রান্তের খবর এসেছে কেরলা থেকে। সংক্রমণ ছড়ানোর শুরু থেকে একধাক্কায় প্রায় ৫ গুণ বেড়ে গত ২৫ মে-ই কোভিড১৯ আক্রান্ত রোগীর সংখ্যা পেরিয়ে গিয়েছিল ১০০০। তারপর পাঁচদিন কাটতে না কাটতে সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এর ফলে মোট মৃতের সংখ্যা হল ৩০। এই পরিস্থিতিতে ফের ভারতজুড়ে করোনা ওয়েভের আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা।
শুধুমাত্র কেরলেই করোনা আক্রান্ত হয়েছেন ১,১৪৭ জন। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে ৪২৪ জন। দিল্লিতে সংখ্যাটা ২৯৪। গুজরাতে ২২৩।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন