ভারতের মাটিতে সাধারণ মানুষের ঘর-বাড়ি টার্গেট করে হামলা চালাচ্ছে পাকিস্তান। এর সঙ্গে নিশানা করা হচ্ছে ধর্মীয় স্থানও। শনিবার সকালেও জম্মুর শিব মন্দিরের কাছে হামলা চালানোর চেষ্টা হয়েছে। তবে ভারতের জবাব শুধুই পাক জঙ্গি আর পাক সেনাকে লক্ষ্য করে। হামলার জবাব দিতে গিয়ে এবার পরপর পাকিস্তানি পোস্ট উড়িয়ে দিল ভারত। এগুলি মূলত জঙ্গিদের লঞ্জ প্যাড হিসেবে ব্যবহার করা হত। সূত্রের খবর, ড্রোনের মাধ্যমেই উড়িয়ে দেওয়া হয়েছে ওই পোস্টগুলি। ইতিমধ্যেই সামনে এসেছে সেই ভিডিয়ো। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পরপর ড্রোন হামলা করেছে ভারত। অবন্তীপুরা, উধমপুর, পাঠানকোটের এয়ারবেসেও হামলা করা হয়েছে। পরপর শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ।
তবে ভারত জানিয়ে দিয়েছে যে পাকিস্তান যে হামলা করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। ভারতের এয়ারবেসে হামলা করার যে মিথ্যা দাবি পাকিস্তান করছে, তা ছবি দেখিয়ে, প্রমাণ দিয়ে খারিজ করে দিয়েছে ভারত।
এদিকে, ভারত শুধু জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাত করলেও পাকিস্তান সেনা সীমান্তে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করে চলেছে। মিসাইল ছুড়ছে। ড্রোন হামলা চালাচ্ছে। পাকিস্তান সেনার হামলার নিশানায় সীমান্তের সাধারণ মানুষও। ভারতীয় সেনা পাকিস্তানের প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে। ভারতের আকাশ প্রতিরক্ষা ইউনিট ধ্বংস করেছে পাকিস্তানের প্রত্যেকটি ড্রোন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন