দলের বিরুদ্ধেই বিস্ফোরক দিলীপ ঘোষ। রাজ্যের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যেতেই কটাক্ষ ধেয়ে এসেছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির দিকে। উঠেছে দলবদলের গুঞ্জনও। এই সবেরই উত্তর দিলেন দিলীপ ঘোষ। বললেন, "দিলীপ ঘোষ মরে যাবে কিন্তু বিজেপি ছাড়বে না।" চাঁচাছোলা আক্রমণ করলেন দলবদলুদের। এদিন দিঘাতে বসেই দিলীপ ঘোষ বলেন, "আমি মন্দিরে এসেছি ,কে তৈরি করেছে সেটা বড় নয়। যারা আমার দিকে আঙ্গুল তুলছে, কেন বাংলায় বিজেপির বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত প্রতিনিধি কমছে, তার জবাব দিক। এতদিন যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছে, তারা কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় ছিল যারা…।"
বৃহস্পতিবারও দিঘাতেই রয়েছেন দিলীপ ঘোষ। সেখান থেকেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, "কাল আমি জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছি। তা নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে। তবে ভগবানকে তর্কের উপরে রাখা উচিত। অদ্ভুত বিষয়, আমি কেন ভগবানের কাছে এসেছি, তা নিয়ে প্রশ্ন! আমি সেই ছোট থেকেই ভগবানের নামে কাজ করে চলেছি। আমি বিশ্বাস করি, মন্দির যেই তৈরি করুন ভগবান সবার। পশ্চিমবঙ্গে সব কিছুতেই রাজনীতি।" এরপরই তিনি বলেন, "আমার দলের কর্মীরা কেউ কেউ খুব কষ্ট পেয়েছেন দেখছি। ভাবছেন, সুইসাইড করবেন কি না। তাদের বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগলে চলবে না। চোখের জল ফেলবেন না। আমরা রক্ত দিয়ে দলটাকে বাংলায় এই জায়গায় এনেছি। বিজেপির কর্মীরা ভয়, সন্দেহ করে না। যে দিন থেকে দলে এসব ঢুকেছে সেদিন থেকে পিছনের দিকে এগোচ্ছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন