প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামিকাল, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন। সেই প্রসঙ্গ বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ না-করেই তাঁর কটাক্ষ, "সিঁদুর বিক্রি করার জন্য উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন।"
উদয়ন গুহর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে ভারত থেকে যে সাতটি দল বিদেশে গিয়েছে, তার একটির সদস্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে পাকিস্তানের সমালোচনা করে দেশের হয়ে বক্তব্য রাখছেন। অথচ তাঁর দলের নেতার মুখে এই নিয়ে উল্টো সুর শোনা যাচ্ছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানা হয়। হত্যা করা হয় সাধারণ পর্যটকদের। তার পালটা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ন-টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। সেই অপারেশন সিঁদুরের সাফল্য দেখে পাকিস্তান ভারতের উপর ড্রোন ও মিসাইল হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, তা রুখে দেয়। পালটা জবাবে ভারত পাকিস্তানের সেনাঘাঁটি ও বায়ুসেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত করে। এর পর পাকিস্তানের অনুরোধে অভিযান থামানো হয়। কারণ, ওপার থেকে আর হামলা হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন