আগের থেকে কিছুটা ভাল আছেন। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উদ্বেগজনক, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। ভর্তি রয়েছেন শহরের একটি নামজাদা বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, শনিবার নিজের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তলপেটে ব্যথা, তারপর বমিও হয় বলে জানা যায়। তারপরই তাঁকে আলিপুরের ওই হাসপাতালে আনা হয়। বর্তমানে আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই সাত সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সেপসিসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি। শুরু হয়েছে চিকিৎসা। চিকিৎসকরা বলছেন অবস্থা আপাতত স্থিতিশীল হলেও উদ্বেগ এখনই কাটছে না। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সেপসিস হল এমন এক ধরনের শারীরিক পরিস্থিতি যা পরিপাকতন্ত্রে সংক্রমণ থেকে তৈরি হয়। এ ধরনের অসুস্থতার জেরে রোগীর শারীরিক অবস্থা সঙ্কটজনক পর্যায়ে যেতে পারে। সহজ কথায়, এটি একটি গুরুতর, সিস্টেমিক অসুস্থতা যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা পরিপাকতন্ত্রের সংক্রমণের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া জানায়, যা রোগীর অঙ্গের ক্ষতি, বিকলতার কারণ হতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন