শনিবার রাত থেকে হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখতে সোমবার হাসপাতালে এলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
হাসপাতাল সূত্রে পাওয়া খবর, এদিন বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা কেমন আছে, সেই বিষয়ে খোঁজখবর নেন সুকান্ত মজুমদার। যদিও রবিবার রাতেই তাঁর টেস্টের সব রিপোর্ট এসেছে হাসপাতালে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপাতত ৭২ ঘণ্টা কড়া পর্যবেক্ষণে থাকতে হবে। দীর্ঘদিন ধরে, খাওয়া-দাওয়ার অনিয়ম করেছিলেন তিনি। যার ফলে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে তাঁর।
ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতির শরীরিক চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। তাদের মতে, ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর। তবে এখনও বিপন্মুক্ত নন সাংসদ। ব্যথা যন্ত্রণা কমতে এখনও কিছুটা সময় লাগবে। তবে তাঁর ইকোর রিপোর্ট সন্তোষজনক নয় বলেই হাসপাতাল সূত্রে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন