কসবাকাণ্ড ঘিরে শুরু হওয়া রাজনৈতিক টানাপড়েনের আবহে তৃণমূলের ‘হাতিয়ার’ হল বিজেপি নেত্রীর মন্তব্য। আরজি কর-কাণ্ডের তদন্তে সিবিআই ‘সফল নয়’ বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদিকা তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেই অনাস্থার কারণে কসবার ধর্ষণের ঘটনায় পুলিশি তদন্তই চাইলেন তিনি। রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে বসে অগ্নিমিত্রা এমন মন্তব্য করেন বলে জানা গিয়েছে। তাঁর বক্তব্যের ওই অংশ তুলে ধরে সমাজমাধ্যমে বিজেপিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তৃণমূল। সাধারণ সম্পাদিকার বক্তব্যের সঙ্গে অবশ্য দূরত্ব তৈরি করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ওই মন্তব্য অগ্নিমিত্রার ব্যক্তিগত, দলের নয়। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রকে সঙ্গে নিয়ে অগ্নিমিত্রা যে শনিবার সাংবাদিক বৈঠক করবেন, সে কথা শুক্রবার রাতেই বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল। কসবাকাণ্ড নিয়ে সুর চড়াতেই সম্ভবত দুই মহিলা মুখকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। কিন্তু সাংবাদিক বৈঠকে আসানসোল দক্ষিণের বিধায়ক যে মন্তব্য করেছেন, তাতে তৃণমূল পাল্টা সুর চড়ানোর সুযোগ করে দিলেন। কসবাকাণ্ডের তদন্ত কোন সংস্থার হাতে থাকা উচিত, এ বিষয়ে অগ্নিমিত্রা বলেন, ‘"আরজি কর মামলায় সিবিআই সফল নয়, এটা আমি আপনার সঙ্গে সহমত। " অগ্নিমিত্রার এই মন্তব্যকেই শনিবার তৃণমূল হাতিয়ার করেছে। তৃণমূলের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বিজেপি নেত্রীর বক্তব্যের ওই অংশ তুলে ধরা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন