হার দিয়ে শুরু হয়েছে অধিনায়ক হিসেবে শুভমন গিলের জমানা। প্রথম ইনিংসে লিড নেওয়ার পরেও লিডস টেস্টে পাঁচ উইকেটে পরাজিত টিম ইন্ডিয়া। হারের ময়নাতদন্তে উঠে আসছে অজস্র ক্যাচ মিস, বোলিং ব্যর্থতার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এরইমধ্যে লিডসে হারে পর স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হল পেসার হর্ষিত রানাকে।
লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ঠিক আগেই নাইট রাইডার্স পেসারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যদিও প্রথম টেস্টের একাদশে ছিলেন না তিনি। তবু তাঁকে ছেড়ে দেওয়া হল। সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, দলের সঙ্গে বার্মিংহ্য়ামে (যেখানে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে) যাননি তিনি। বরং লিডস থেকেই দেশে ফেরার বিমান ধরেছেন হর্ষিত।
হর্ষিত রানাকে স্কোয়াডে আর না-রাখার কারণ হিসেবে ভারতীয় দলের এক সূত্র সংবাদসংস্থা আইএএনএস'কে জানিয়েছেন, "ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত টেস্ট দলে একজন বোলারের হাল্কা চোট ছিল। থিঙ্ক-ট্যাঙ্ক তাই সংশ্লিষ্ট বোলারের ব্যাক-আপ হিসেবে হর্ষিত রানাকে স্কোয়াডে যোগ করেছিল। তাঁদের মনে হয়েছিল হর্ষিত পরিবর্ত হিসেবে উপযুক্ত হতে পারে। কিন্তু বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। হর্ষিত রানাকে তাই স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি দলের সঙ্গে বার্মিংহ্য়ামে যাচ্ছেন না। লিডস থেকেই দেশে ফেরার বিমান ধরছেন তিনি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন