এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের। তার জেরে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাঁওকে সাসপেন্ড করলেন স্পিকার। মার্শাল ডেকে বের করে দেওয়া হল বিজেপি বিধায়ককে। প্রতিবাদে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা।
আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার পরই তুমুল উত্তেজনা ছড়াল রাজ্য বিধানসভায়। এ দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তোলেন মুখ্যমন্ত্রী। আবাস প্রকল্প, একশো দিনের প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে চোরেদের সরকার বলেও কটাক্ষ করেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। এর পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি-র আনা মুলতুবি প্রস্তাব অধ্যক্ষ খারিজ করে দেওয়ার প্রতিবাদেও সরব হয় গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রীর সামনেই বিক্ষোভ তুমুল স্লোগান, চিৎকার করতে থাকেন তাঁরা। তখনই কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাঁওকে সাসপেন্ড করার কথা জানান স্পিকার। মার্শাল ডেকে বিজেপি বিধায়ককে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়। গোটা বাদল অধিবেশনেরর জন্য সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ককে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন