আজ, সোমবার বিধানসভায় অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধানসভার লবিতে হঠাৎই পড়ে যান বিধায়ক। তার পরে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২০২১ সালে বলাগড়ের তৎকালীন বিধায়ক অসীম মাজিকে সরিয়ে মনোরঞ্জনকে প্রার্থী করে তৃণমূল। বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র হালদারকে ৫,৭৮৪ ভোটে হারিয়ে বিধায়ক হন তিনি। এর পর তাঁর বিভিন্ন মন্তব্য বিতর্ক তৈরি করেছে। অভিযোগ, জিতেই বলাগড়ের স্থানীয় গোষ্ঠী রাজনীতিতে জড়িয়ে পড়েন মনোরঞ্জন। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি ফেসবুকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সেই পোস্টে মন্তব্যের জবাবে তিনি অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত, মনোরঞ্জন এক জন লেখক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন