এসএসসি গ্রুপ সি ও ডি নিয়োগ দুর্নীতি মামলায় 'মিডলম্যান' প্রসন্ন রায়ের প্রায় ২৭.১৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অভিযুক্তের তিনটি চা বাগান, বাগান সংলগ্ন বাংলো, কারখানা, কারখানার যন্ত্রাংশ ও গাড়ি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। সম্প্রতি, উত্তরবঙ্গে প্রসন্ন রায়ের তিনটি চা সংস্থা সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড, ইযাংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড ও বামনডাঙা টি এস্টেট প্রাইভেট লিমিটেডে অভিযান চালান ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে, গ্রুপ সি ও ডি-এর চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছিল, সেই টাকা এই চা বাগানগুলোয় বিনিয়োগ করা হয়েছে। এমনই তথ্য প্রমাণ না কি, তদন্তকারীরা হাতে পেয়েছেন। একাধিক তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরেই, এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন