চিড়িয়াখানা জমি বিক্রয় করা নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীর আবেদন, সুপ্রিম কোর্টের অতীতের নির্দেশিকা অমান্য করে কীভাবে জমি বিক্রয় করা হচ্ছে? বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন। মামলাকারী আদালতে উল্লেখ করেছে, টেন্ডার ডাকা হয়েছে। দ্রুত শুনানির আবেদন। ইতিমধ্যে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বেঞ্চ। আলিপুর চিড়িয়াখানার জমি রাজ্য বেআইনিভাবে বেচে দিতে চাইছে, এই অভিযোগ প্রথম তুলেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত জানুয়ারি মাসে রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিল বিজেপি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ করেছিলেন, ৫০ কাঠা জমি ১ হাজার কোটি টাকায় বিক্রি করার চেষ্টা চলছে। এই মধ্যেই এই বিষয়টি নিয়েই হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
সূত্রের খবর, রাস্তার যে পাশে মূল আলিপুর চিড়িয়াখানার যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে, তার অপর দিকে চিড়িয়াখানার একটি অ্যকোয়ারিয়াম, অডিটোরিয়াম, একটি পশু হাসপাতাল, নার্সারি ও স্টাফ কোয়ার্টার রয়েছে। অডিটোরিয়াম আর স্টাফ কোয়ার্টারের অবস্থা বিপন্ন। সূত্রের খবর, ওই জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে দিয়েছে রাজ্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন