একাদশতম সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি। ছাব্বিশের ভোটের আগে এরাজ্যে বিজেপির ব্যাটন যাচ্ছে শমীক ভট্টাচার্যের হাতে। রাজ্যসভার এই সাংসদ বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে ঘোষণা করা হবে আগামিকাল, বৃহস্পতিবার।
মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি নির্বাচনের নোটিফিকেশন জারি করা হয়। সেই নোটিফিকেশন অনুযায়ী, বুধবার দুপুর ২ টো থেকে বিকেল ৪টের মধ্যে ছিল মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা। সেই সময়ের মধ্যে সভাপতি পদে মনোনয়ন জমা দেন শমীক। আরও একজন মনোনয়ন জমা দেন। পদ্ধতিগত ত্রুটির কারণে সেই মনোনয়ন বাতিল হয়। ফলে শমীকের নাম সভাপতি হিসেবে ঘোষণা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন