অবশেষে নীরবতা ভাঙলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দক্ষিণ কলকাতার আইন কলেজের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল বললেন,'আইন সকলের ঊর্ধ্বে।'
কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে প্রতিনিয়ত চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য তথা রাজনীতি। এতদিন পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল। তবে, চলমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নজরে রাখছেন। এর পাশাপাশি, এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন বলেও জানালেন রাজ্যপাল।
আইন কলেজে দুর্ভাগ্যজনক ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির ভূমিকার উপর জোর দিয়েছেন আনন্দ বোস। তিনি বলেন, 'কলেজ প্রশাসন এবং শিক্ষার্থীদের সম্মিলিত দায়িত্ব হল শিক্ষার মন্দিরের প্রতি নিবেদিত প্রাণ। তা যেন সমাজবিরোধীদের আশ্রয়স্থলে পরিণত না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন