প্রায় ১৫ বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। শেষ বার রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১০ সালে। তার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫ বছর কেটে গেলেও পরীক্ষায় উত্তীর্ণেরা চাকরি পাননি। দীর্ঘ দেড় দশক পর এ বার সেই শূন্যপদগুলিতে নিয়োগে জট কাটল। বুধবার ওই মামলার শুনানিতে আগামী ২১ দিনের মধ্যে নিয়োগপ্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি পার্থসারথি সেনের রায়, নিয়োগপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। এর পাশাপাশি, হাই কোর্ট জানিয়েছে, ২০১০ সালের নিয়োগবিধি মেনেই নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে মাদ্রাসা কমিশনকে।রাজ্যের মাদ্রাসাগুলিতে এই মুহূর্তে গ্রুপ ডি কর্মীদের ২৯২টি শূন্যপদ রয়েছে। গত ১৫ বছরেও সেই শূন্যপদগুলিতে নিয়োগ না হওয়া নিয়ে মামলা চলছিল হাই কোর্টে। সফল প্রার্থীদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম এবং সুমনশঙ্কর চট্টোপাধ্যায়। সেখানেই এই নির্দেশ দিল উচ্চ আদালত। আদালতের এই রায়ে দীর্ঘ দিন পর প্রায় ৩০০ শূন্যপদ পূরণে জটিলতা কাটল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন