চারদিন আগে শুক্রবার ছাত্রমৃত্যুর ক্ষত এখনও দগদগে। এমন আবহে সোমবার রাতে ফের পড়ুয়ার মৃত্যু খড়গপুর আইআইটিতে। তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক মহলে।
জানা গিয়েছে, রাতের খাবারের পর চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খেতে গিয়ে মৃত্যু হয় আইআইটি খড়গপুরের এক পড়ুয়ার। খাওয়ার সময় ওষুধ শ্বাসনালীতে আটকে গিয়ে মৃত্যু হয়েছে বলে খবর পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষের তরফে। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে ওই পড়ুয়ার মৃত্যু হয়।
আইআইটি ও পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আইআইটি খড়গপুরের নেহেরু হলে (ডি-৪০৮ রুমে) থাকতেন চন্দ্রদীপ। গতকাল রাতে খাবার খাওয়ার পর জ্বর-সর্দির ওষুধ খাওয়ার সময় শ্বাসনালীতে ট্যাবলেট আটকে যায়। গলায় ওষুধ আটকে শ্বাসকষ্ট শুরু হয় চন্দ্রদীপের। এরপর দ্রুত তাঁকে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিপিআর'ও দেওয়া হয়। তবে, শেষরক্ষা হয়নি। ওখানেই মৃত্যু হয় মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রদীপ পাওয়ারের। যা নিয়ে আইআইটি চত্বরে শোকের ছায়া। ইতিমধ্যেই মৃত চন্দ্রদীপের পরিবারকে খবর দেওয়া হয়েছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষের তরফে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন