ফের অসুস্থ রাকেশ রোশন, ভর্তি হাসপাতালে। জানা গিয়েছে, ১৬ জুলাই আচমকাই অসুস্থ বোধ করেন হৃত্বিক রোশনের বাবা। দ্রুত মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় বলিউড পরিচালক- অভিনেতা রাকেশ রোশনকে। তার ছোট মেয়ে সুনাইনা রোশন জানান, গলার রক্তনালীতে সমস্যার দেখা গিয়েছে। সেই কারণে 'নেক অ্যাঞ্জিওপ্লাস্টি' করা জরুরি হয়ে পড়ে। তাঁর শারীরিক সমস্যা দেখা যেতেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে হাসপাতালে পৌঁছলে এমনই পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই অ্যাঞ্জিওপ্লাস্টির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছ। প্রাথমিকভাবে রাকেশ রোশনকে এইসিইউতে রাখা হলেও বর্তমানে সেখান থেকে তাঁকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। হাসপাতালে অধিকাংশ সময়ই থাকছেন ছেলে হৃতিক রোশন, মেয়ে সুনাইনা নিজে, এবং হৃতিকের প্রেমিকা সাবা আজাদ। তাঁরা নিয়মিত হাসপাতালে গিয়ে রাকেশ রোশনের চিকিৎসার আপডেট নিচ্ছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন