বঙ্গ বিজেপির ব্যাটন বদল হতেই একাধিক নয়া সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা, গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এমন সময় শমীক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পর ব্যতিক্রমী ভাষণে বুঝিয়ে দিয়েছিলেন, সংগঠনে ব্যাপক রদবদল হতে চলেছে। উগ্র হিন্দুত্বের লাইন থেকেও সরে আসছে বিজেপি। বরং 'সবকা সাথ' বার্তা দিয়েছিলেন শমীক। এই গুঞ্জনও শোনা গিয়েছিল, শমীকের হাতে দায়িত্ব যাওয়ার ফলে এবার সক্রিয় হয়ে উঠতে পারে দিলীপ ঘোষ গোষ্ঠী। এনিয়ে এবার মুখ খুললেন শমীক ভট্টাচার্য। তিনি বললেন, "দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর সেখানেই লাগানো হবে।" ইতিমধ্যে ৬, মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ের ভোলবদল করে ফেলেছেন রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার কার্যালয় থেকে সমস্ত নেতার ছবি সরিয়ে বড় করে লাগানো হয়েছে দলের প্রতীক পদ্মের ছবি। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবিও সরিয়ে ফেলা হয়েছে। কারণ, তিনি মনে করেন যে ব্যক্তির চেয়ে দল বড়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন