লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল। এই ইস্যুতে মুখ খুললেন পাক তারকা শাহিদ আফ্রিদি। নাম না করে শিখর ধাওয়ানকে পচা ডিম বলে কটাক্ষ করলেন তিনি। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর থেকেই শাহিদ এবং শিখরের মধ্যে বাগযুদ্ধ চলছে। সোশাল মিডিয়ায় নিজের দেশের হয়ে সুর চড়িয়েছেন এই দুই ক্রিকেটার। রবিবার রাতে ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের। ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। কিন্তু প্রথমে শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপর একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হন। ম্যাচ বাতিলের খবর পেয়েই ভারতীয় ক্রিকেটারদের তুলোধোনা করেছেন প্রাক্তন পাক পেসার আবদুর রউফ খান। তাঁর কথায়, ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা একসঙ্গে ঘোরাফেরা করেন, খাওয়াদাওয়া করেন কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কেন সমস্যা ভারতীয়দের? খানিকটা সেই সুরই শোনা গিয়েছে আফ্রিদির কণ্ঠেও, তবে নাম না করে ধাওয়ানকে নিশানা করেছেন প্রাক্তন পাক অলরাউন্ডার। স্থানীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, "খেলার মাধ্যমে দেশগুলির বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু সবক্ষেত্রেই যদি রাজনীতি জড়িয়ে পড়ে তাহলে উন্নতি হবে কী করে? আলোচনা ছাড়া কোনও সমস্যা মেটানো যায় না। সেকারণেই এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়। কিন্তু সব জায়গাতেই একটা করে পচা ডিম থাকে, যে সবকিছু নষ্ট করে দেয়।" এর পর আফ্রিদি আরও বলেন, ম্যাচের আগের দিন পর্যন্ত অনুশীলন করেছে ভারত। কিন্তু নির্দিষ্ট একজনের কারণেই গোটা দল ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে। ম্যাচ খেলতে না পেরে ভারতীয় দলও অখুশি বলে মত আফ্রিদির। নাম না করে শিখরকে বিঁধে তাঁর বার্তা, দেশের উপযুক্ত প্রতিনিধি হওয়া উচিত, দেশের বিব্রত হওয়ার কারণ নয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন