সবার জন্য খারাপ খবর। আবার বাড়তে চলেছে খরচ। অনেকটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যান। ঠিক কত বাড়বে? শোনা যাচ্ছে, ১০ থেকে ১২ শতাংশ মোবাইল ট্যারিফ বাড়তে পারে। এমনটাই পরিকল্পনা টেলিকম সংস্থাগুলির। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, গ্রাহক সংখ্যা বাড়ার কারণেই টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর চিন্তাভাবনা করছে। চলতি বছরের শুরু থেকেই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। জানুয়ারি থেকে মে- টানা ৫ মাস ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। এরপরই টেলিকম সংস্থাগুলি ট্যারিফ বাড়ানোর কথা ভাবা শুরু করেছে। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষভাগের মধ্যেই ১০ থেকে ১২ শতাংশ ট্যারিফ বাড়তে পারে।
গত বছরের জুলাই মাসেই মোবাইল রিচার্জের দাম বেড়েছিল। রিলায়েন্স জিয়ো, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানে ১১ থেকে ২৩ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করেছিল। বছর ঘুরতে না ঘুরতেই ফের একবার রিচার্জের খরচ বাড়ানোর পরিকল্পনা টেলিকম সংস্থাগুলির। ৫জি ইন্টারনেট, তার গতি, ব্যবহারের সময়সীমা ও মেয়াদের উপর নির্ভর করেই ট্যারিফ বাড়তে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন