সুপার নিউমেরারি পোস্টে নিয়োগ পেতেও টাকা দেওয়া হয়। নিয়োগ পেতে টাকার লেনদেনও হয়। সুপার নিউমেরারি মামলায় আদালতে এমনটাই জানাল সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলা ওঠে। আদালতে সিবিআই জানিয়েছে, শারীরশিক্ষা এবং কর্ম শিক্ষায় কত জন টাকা দিয়েছেন, সেটা তদন্তে পৃথকীকরণ সম্ভব নয়। তদন্তকারীদের বক্তব্য, এই মুহূর্তে পৃথকীকরণ সম্ভব নয়, কারণ FIR করতে আদালতের অনুমতি লাগবে। এর পাশাপাশি রাজ্য এখনও অনুমোদন দেয়নি, ফলে সেক্ষেত্রেও সমস্যা থাকছে। সুপার নিউমেরারি মামলায় তদন্ত চললেও এই ধরণের মামলা একে অপরের সঙ্গে যুক্ত। তাই আদালতের অনুমতির প্রয়োজন, আদালতে জানালেন সিবিআই আইনজীবী ধীরজ ত্রিবেদী। ফের আগামী ৪ জুলাই মামলার শুনানি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন