সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা। টানা বৃষ্টির পর গত বৃহস্পতিবার থেকে রোদের দেখা মিলেছিল। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গত সপ্তাহেই নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। টানা বৃষ্টির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুর্যোগের চোখরাঙানি। হাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী সপ্তাহের মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন