দিল্লিতে ক্রমশই দূরত্ব কমছে কংগ্রেসের। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে জাতীয় স্তরে একাধিক ইস্যুতে একজোট হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে বিরোধী শিবিরের দুই দলকে। সোমবারও দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ তৃণমূল সাংসদদের সাহায্য করতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে। জাতীয় স্তরে কংগ্রেস-তৃণমূল দূরত্ব কমায় কি আগামী বছর বিধানসভা নির্বাচনে রাজ্যে একজোট হয়ে লড়াই করতে দেখা যাবে দুই পুরোন শরিককে? ২০২১ এবং ২০২৪ সালের বিপর্যয়ের পর কি রাজ্যে ভেঙে যাবে বাম-কংগ্রেস জোট? এখন রাজনৈতিক মহলে এই খবর নিয়ে চর্চা চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যা ইঙ্গিত দিলেন, তাতে ২০২৬ সালে কংগ্রেস যে বামেদের হাত ছাড়ছে তা প্রায় নিশ্চিত। কিন্তু কংগ্রেস রাজ্যে তৃণমূলের হাত ধরবে, এমন কোনও সম্ভাবনার কথাও বলেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। বরং তাঁর দাবি অনুযায়ী, রাজ্যের ২৯৪টি আসনে একাই লড়ার জন্য প্রস্তুত হচ্ছে কংগ্রেস। ২০২৬ সালের জোট সম্ভাবনা নিয়ে শুভঙ্কর সরকার এ দিন বলেন, 'বাংলার মানুষ চায় কংগ্রেস প্রতীকে দাঁড়াবে। পরে পরিবর্তিত পরিস্থিতিতে হাই কমান্ডের ও নির্দেশ অনুযায়ী আমরা চলবো। বিজেপি কে ঠেকাতে কংগ্রেস লড়াই করবে। জোটের কথা ভাবছেন কেন? কংগ্রেস ২৯৪ টা তেই লড়াই করবে। কংগ্রেসকে বাংলার মানুষ চাইছে।'

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন