নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে SIP(Systematic Investment plan৷)। চাকরি বিক্রির টাকা লগ্নি হয়েছে SIP তে! ইডি তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এদেছে। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তোলা টাকা SIP -তে লগ্নি করেছেন জীবনকৃষ্ণ সাহা।গোপীনাথ মণ্ডল(শ্যালক)-এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে SIP-তে বিনিয়োগ করেছেন জীবনকৃষ্ণ, চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। ইডি সূত্রে দাবি, ২০১৯ সালে শ্যালক গোপীনাথ মণ্ডলের মাধ্যমে এই লগ্নিগুলো করেছিলেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন