নবান্ন অভিযান নিয়ে রাজ্যের শাসকদলের খোঁচা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শাসকদলের তরফে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই অভিযান নিয়ে প্রশ্ন তোলেন,"গতকালের নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী একা পড়ে গেলেন কেন?" কুণাল ঘোষের প্রশ্ন, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের কেন নবান্ন অভিযানে দেখা গেল না? তাঁর কথায়, "বিজেপির অন্দরে কান পাতলে অনেক কথাই শোনা যাচ্ছে।" কুণাল ঘোষ বলেন, "শুভেন্দুবাবুর লোকেরাই তো কাল নবান্ন অভিযান করেছেন। সুকান্তবাবু তো পুরো কাল ডোবালেন। কেন কাল শুভেন্দুবাবু একা পড়ে গেলেন জানেন? বিজেপি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অনেক কথা।" যদিও কুণালের এই বক্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "শুভেন্দু অধিকারী একটি সাংবিধানিক দায়িত্বে রয়েছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তিনি কেবল বিজেপি নেতা। বিরোধী দলনেতার দায়িত্ব রাজ্যের যে কোনও প্রতিবাদ, ক্ষোভ, অসন্তোষকে স্পর্শ করা। তাই তিনি সেখানে গিয়েছেন। বিজেপির নেতা কর্মী, বিধায়করা গিয়েছেন।"

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন