খেলার মাঠে পাকিস্তানকে দুমড়ে-মুজড়ে দিল ভারত। গ্রুপ পর্বের ম্যাচেও টিম ইন্ডিয়ার কাছে ধরাশায়ী হয়েছিল সলমন আলি আঘার দল। এবার সুপার ফোরের ম্যাচেও সেই একই ছবি। পাকিস্তানকে নিয়ে একপ্রকার ছেলেখেলা করেছে ভারত। আর সেই ম্যাচে ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে রেকর্ডবুকে নাম তুললেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। তাছাড়াও সবচেয়ে কম বল খেলে ৫০টি ছক্কা মেরে বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। রবিবার টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের সামনে ১৭২ রানের লক্ষ্য রাখে পাকিস্তান। জবাবে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন অভিষেক।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন