ভাষা সংঘাতে উত্তাল বিধানসভা, দুই পক্ষের তর্কাতর্কির পরে বিধানসভা ওয়াক আউট করে বিজেপি।সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবারের জন্য সাসপেন্ড বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিধানসভায় বাংলা ভাষার আবেগ-সহ একাধিক বিষয় নিয়ে তুমুল অশান্তি হয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে। সময় বরাদ্দ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে বচসা শুরু হয়। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বাংলা বিরোধী মুখ্যমন্ত্রী বলে শ্লোগান দেন। এর পাশাপাশি তৃণমূল সেনা বাহিনীর দ্বারা মঞ্চ ভাঙার প্রসঙ্গও উল্লেখ করে। এই প্রসঙ্গে পাল্টা সেনার হয়ে স্লোগান দেন শুভেন্দু অধিকারী। পরিস্থিতি সামলাতে মার্শালকে নির্দেশ দেন বিধানসভার অধ্যক্ষ। বাঙালি আবেগের প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "বাঙালিরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলনে। এই ভাষা তো আপনাদেরও ভাষা। আজ আমরা পড়শি রাজ্য আসামের চোখ রাঙানি দেখছি। এই রাজ্যের মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই ভাষাকে অপমান করা হচ্ছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন