রবিবার সুপার ফোরে ভারত-পাকিস্তান মোকাবিলা। তার আগে বড়সড় আশঙ্কা ভারতীয় শিবিরে। মাথায় চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে। ওমানের বিরুদ্ধে আবু ধাবিতে একটি ক্যাচ ধরার সময় চোট পান অক্ষর। হামাদ মির্জার শট অক্ষরের দিকে এগিয়ে আসে। কিন্তু ভারতীয় অলরাউন্ডার ক্যাচটি ধরতে পারেননি। বরং মাটিতে পড়ে মাথায় চোট পান। এই কারণে পাক ম্যাচে নাও খেলতে পারেন অক্ষর। তবে ভারতের বোলিং কোচ টি দিলীপ সমর্থকদের আশ্বস্ত করছেন। তিনি ম্যাচের পর জানিয়েছেন 'সব ঠিক আছে।'তবে তারপরও অনেকেই আশ্বস্ত হচ্ছেন না। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি অক্ষর। তবে বল হাতে কার্যকরী ভূমিকা নেন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট পান। ফখর জামান ও সলমন আলি আঘাকে ফেরান তিনি। আবার ওমানের বিরুদ্ধে ১৩ বলে ২৬ রান করেন। মাত্র ১ ওভার বল করতে পারেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন