পুজোর পরে ফল প্রকাশ করবে এসএসসি। এর পর নভেম্বর মাসে প্রকাশ করা হবে ইন্টারভিউ প্যানেল। রবিবার এসএসসির পরীক্ষাশেষে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার এসএসসির পরীক্ষার শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "সুষ্ঠু ভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরে প্রশ্ন ও উত্তরপত্র আপলোড করা হবে। নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে।" ব্রাত্য জানান, দু'বছর ধরে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত এই পরীক্ষা সম্পন্ন হল। 
  
 
এসএসসির শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। তার মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন বসেছেন একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য।
বার শিক্ষামন্ত্রী জানান, কয়েক দিনের মধ্যে প্রশ্ন এবং উত্তরপত্র প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া হবে। এর জন্য তাঁদের পাঁচ দিন সময় দেওয়া হবে। তার পরে কারা ইন্টারভিউ দেবেন, সেটাও প্রকাশ করা হবে ওয়েবসাইটে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, আগামী ১৬ সেপ্টেম্বর নবম-দশমের উত্তরপত্র আপলোড করা হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির উত্তরপত্র প্রকাশ হতে পারে আগামী ২০ সেপ্টেম্বর। গত ৭ সেপ্টেম্বর ওই শ্রেণির পরীক্ষা হয়েছিল।
  
  
 
 

 
 
 
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন