রাজ্যে এবার প্রশ্নের মুখে ডিপিএসসি গুলির ভবিষ্যৎ। পূর্ব মেদিনীপুর ডিপিএসসি -র বৈধতা নাকচ করে দিয়ে আদালত জানিয়ে দিল, এর কোনও আইনি অস্তিত্ব নেই। ২০১৫ পরবর্তী জেলার ডিপিএসসি -র কোনও বৈধতাই নেই। স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।ডিপিএসসি-র নেওয়া পদক্ষেপের কোনও মান্যতা নেই বলেও সাফ জানিয়ে দিল আদালত। ডিপিএসসির দেওয়া বদলি-সহ অন্য পদক্ষেপ অবৈধ বলেও জানিয়ে দিয়েছে আদালত। সোমবার এমনটাই রায় ঘোষণা বিচারপতি রাজর্ষী ভরদ্বাজে’র। প্রাথমিক শিক্ষক নীলাঞ্জনা মাইতি’র বদলি বাতিল করে এমন রায় দিয়েছে হাইকোর্ট।
পূর্ব মেদিনীপুরের জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদকে(DPSC) কে আইনি অস্তিত্ব নেই বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। সোমবার এক বদলি সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
বিচারপতি নির্দেশ, যেহেতু ২০১৫ সাল থেকে পূর্ব মেদিনীপুরের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পুনর্গঠন করা হয়নি এবং মেয়াদোত্তীর্ণ সদস্য পদে নতুন করে সদস্য মনোনয়ন করা হয়নি, সেই ক্ষেত্রে কোনও শিক্ষকের আইনত বদলির নির্দেশ দিতে পারে না ডিপিএসসি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন