চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছেন, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
এর আগে গত জুন মাসে তিন মাসের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ। শুক্রবারই তার মেয়াদ শেষ হয়েছে। এ বার সেই মেয়াদ বাড়ল আরও চার মাস ১০ দিন।
অর্থাৎ, রাজ্য সরকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তা এখনই কার্যকর করা যাবে না। প্রকারান্তরে, এই চার মাস ১০ দিন ভাতা পাবেন না চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি-র কর্মীরা।
২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই ২৬ হাজার জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে, চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে মামলা দায়ের হয়। গত শুনানিতে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সেই শুনানিতে ভাতার অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিংহ। তিনি বলেন,"টাকার পরিমাণ ২৫ হাজার এবং ২০ হাজার হল কেন? কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করলেন?" বিচারপতি সিংহ রাজ্যের উদ্দেশে প্রশ্ন তুলেছিলেন যে, সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনও রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? মামলার গ্রহণযোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। মামলাকারীদের আইনজীবী সওয়া করে বলেন, "কে মামলা করবে, তা রাজ্য স্থির করে দিতে পারে না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন