নিয়োগ সংক্রান্ত অভিযোগের শেষ নেই বঙ্গে। এবার আরও এক অভিযোগে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
নিয়ম বহির্ভূতভাবে চাকরি দিয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগ ওঠে বছর দুয়েক আগেই। বৃহস্পতিবার সেই মামলায় আদালত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কোচবিহার জেলার মেখলিগঞ্জে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিড বেঞ্চের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ পরীক্ষার্থীদের খাতা ও রেজাল্ট সহ হলফনামা দিয়ে সব জানানোর নির্দেশ দিয়েছে। মামলাটি সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সার্কিট বেঞ্চের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন