৩১ অক্টোবরের আশপাশেই প্রকাশিত হবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে কয়েকদিন আগে পিছু হটতে পারে তারিখটা। তবে আগে বেরনোর সম্ভবনা প্রায় নেই। ৩১ অক্টোবর কিংবা তার কয়েকদিন পরেই প্রকাশিত হবে রেজাল্ট। তিনি জানিয়ে দিয়েছেন,খুব দ্রুত রেজাল্ট প্রকাশিত হবে। ৩৮ থেকে ৩৯ লক্ষ ওএমআর রয়েছে। ইতিমধ্যে ওএমআর দেখার কাজ চলছে। কেন্দ্রীয়ভাবে কলকাতায় দেখা হচ্ছে। সংসদের তরফে এও জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর নিজেরা বৈঠকে বসবেন সংসদের আধিকারিকরা। আরও কীভাবে নিজেদের কাজকর্মকে উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে। সভাপতি বলেন, "কোথাও কোথাও আমাদের ছোট ছোট বিষয় পরিমার্জন করতে হবে। কোথায় কী কী রয়েছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে।" সংসদের তরফে জানানো হয়েছে, বায়োলজির যে দুটি প্রশ্ন নিয়ে বিতর্ক হয়েছিল, তা যদি কেউ উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে নম্বর দেওয়া হবে। এই প্রথম নতুন পদ্ধতিতে হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেমিস্টার সিস্টেমে। সংসদের তরফে জানানো হয়েছে, সেমিস্টার সিস্টেমে পরীক্ষার চাপ কম। তাই অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাও অনেকটা কমেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন