তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সংবাদমাধ্যমে কুণালের মন্তব্যকে ঘিরে ওই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে ওই মন্তব্যের জন্য তৃণমূল মুখপাত্রকে আইনি নোটিস পাঠিয়েছিলেন মিঠুন।
তার জবাবে সন্তুষ্ট না-হয়ে ক্ষতিপূরণ চেয়ে গত ৪ সেপ্টেম্বর কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করেন মিঠুন। কুণাল ঘোষের বিরুদ্ধে মিঠুন চক্রবর্তী’র সেই ১০০ কোটির মানহানির মামলায় মামলায় আজ গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে আপাতত মিঠুন ও তাঁর পরিবারকে জড়িয়ে কোনও বিতর্কিত মন্তব্য নয়। এর পাশাপাশি, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত কোনও বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে কুণাল ঘোষকে। সেইসঙ্গে মামলায় নোটিশ সার্ভ করতে হবে তাঁকে। এমনটাই নির্দেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের। মামলার পরবর্তী শুনানি ডিসেম্বর মাসে। প্রসঙ্গত, এই মামলায় মিঠুনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কুণাল উদ্দেশ্যমূলক ভাবে তাঁর পাশাপাশি তাঁর পরিবারের বিরুদ্ধে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন