সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে প্রতিটা রাজনৈতিক দল তাদের ঘর গোছাতে ব্যস্ত। আচমকাই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে উপস্থিত প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছেন তৃণমূলের এই প্রাক্তন প্রভাবশালী নেতার ঘরে ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন বলেন, "আগের চেয়ে অভিষেক এখন অনেক পরিণত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন