এক সপ্তাহ কেটে গিয়েছে। একের পর এক বিতর্কে ছেয়ে গিয়েছে এশিয়া কাপ। তা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় সূর্যকুমার যাদব। টসের সময়ে আবারও পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না তিনি। সাফ জানিয়ে দিলেন, আলাদা করে পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছেন না। আর পাঁচটা ম্যাচের মতোই আথা ঠান্ডা রেখে খেলতে হবে, বার্তা ভারত অধিনায়কের।
গত রবিবার পহেলগাঁও হামলার পর প্রথমবার পুরুষদের ক্রিকেটে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। যে ম্যাচ বয়কটের দাবিতে সরব হয়েছিলেন আমজনতা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অদৃশ্য বয়কটের পথে হাঁটেন সূর্যকুমার যাদব। সেদিন টস করতে নেমে পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক। সেই আচরণ ঘিরে পরবর্তী এক সপ্তাহ ধরে বিতর্কে উত্তাল হয় ক্রিকেটমহল। প্রত্যেকদিন একের পর এক নাটক চলতে থাকে এশিয়া কাপকে ঘিরে। কিন্তু যাবতীয় বিতর্কের মাঝেও নিজের অবস্থান থেকে একচুল নড়েননি ভারত অধিনায়ক। গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জয় উৎসর্গ করেছিলেন পহেলগাঁওয়ে নিহতদের। ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসাও করেছিলেন ভারত অধিনায়ক। ম্যাচ শেষে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি, পহেলগাঁওয়ে নিহতদের পাশে দাঁড়িয়ে। সেই আচরণকে অখেলোয়াড়ি বলে তোপ দেগেছে পাক ক্রিকেটমহল। কিন্তু পড়শি দেশের সমালোচনার মধ্যেও অটল ভারত অধিনায়ক সূর্য। এদিন টসের সময় সূর্য জানালেন, পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা করে ভাবছেন না। ঠান্ডা মাথায় খেলতে চান এই ম্যাচেও। সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভনে দু'টি বদল করেছে টিম ইন্ডিয়া। প্রথম একাদশে ফিরেছেন জশপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন