মঙ্গলবার সকাল থেকে চোখে পড়েছে তুমুল জল যন্ত্রণার ছবি। মাত্র ৫ ঘণ্টা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যা বৃষ্টি হয়েছে, তা চার দশকের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে শহরের একাধিক জায়গায়।
তবে এই পরিস্থিতি যে আবারও তৈরি হতে পারে, কার্যত সেই ইঙ্গিত মিলল আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে।সোমবার রাতের বৃষ্টিতে বলা হচ্ছে ক্লাউডবার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টি। নিম্নচাপের প্রভাবেই এই তুমুল বৃষ্টি।এই মধ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৫ সেপ্টেম্বরে বা তার আশেপাশে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখে সেটাই গভীর নিম্নচাপে পরিণত হবে।সেটাই ক্রমশ এগিয়ে যাবে উত্তর-পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন