বাতাসে বিষাদের সুর। নবমী নিশি পোহাতেই বৃহস্পতিবার সকাল থেকে ঢাকের বাদ্যিতেও যেন মনকেমনের বোল। কিন্তু উৎসব তো পুরোপুরি শেষ হয় না। একবারের সমাপ্তি আসলে পরের সূচনাকেই চিহ্নিত করতে থাকে। এদিন তাই অন্যদের ‘শুভ বিজয়া’র মেসেজ পাঠানোর পাশাপাশি অনেকেই চোখ রেখেছেন আগামী বছরের ক্যালেন্ডারে।
এবছর পুজো পড়েছিল একটু আগেই। ২১ সেপ্টেম্বর ছিল মহালয়া। ২৮ তারিখ ষষ্ঠী। আজ, বৃহস্পতিবার ২ অক্টোবর বিজয়া দশমী। কিন্তু পরের বার এই সময়ে এমনকী মহালয়াও হবে না। অর্থাৎ দেবীপক্ষের সূচনা হতেও বাকি থাকবে সপ্তাহখানেক। ২০২৬ সালের ১০ অক্টোবর পড়েছে মহালয়া। দিনটা শনিবার। এর এক সপ্তাহ পর ১৭ অক্টোবর, পড়েছে ষষ্ঠী। স্বাভাবিক ভাবেই সেদিনটাও শনিবার। পরদিন অর্থাৎ রবিবার, ১৮ অক্টোবর সপ্তমী। এরপর ১৯, ২০ ও ২১ অক্টোবর মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী। কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর। আজ, বৃহস্পতিবার সপরিবারে কৈলাসে পাড়ি দেবেন উমা। ঘাটে বিসর্জনের প্রস্তুতি চলছে। তবে বৃহস্পতিবার যেহেতু অনেকেই ভাসান দেন না, তাই শুক্রবারই বেশিরভাগ প্রতিমার নিরঞ্জন হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন