SIR আবহে কমিশন-রাজ্য পত্র সংঘাত। বঙ্গে ERO নিয়োগে বেনিয়মের অভিযোগ সামনে আসছে। কেন SDO-র নীচের পদমর্যাদার লোককে নিয়োগ করা হয়েছে, তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়ে প্রশ্ন করল জাতীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, শুক্রবারই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই একই অভিযোগ করেছিলেন। দেখা যাচ্ছে ৩ অক্টোবর, তাঁর এই অভিযোগের অনেক আগেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছে CSE।
জাতীয় নির্বাচন কমিশন থেকে মুখ্য়সচিবের কাছে জানতে চাওয়া হয়েছে, যেখানে ERO নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট রীতি রয়েছে, কোন পদ্ধতিতে তাঁরা নিযুক্ত হবেন, তাঁদের কোন পদমর্যাদা হওয়া উচিত, তা বিস্তারিত উল্লেখ রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এই নিয়ম লঙ্ঘন হচ্ছে। অনেক সময়ে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, এসডিও কিংবা তাঁর পদমর্যাদার আধিকারিকের সংখ্যা কম থাকায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে রাজ্যের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে এই সংক্রান্ত কোনও তথ্য জানানোই হয়নি। তাই এই চিঠি। নবান্নে ইতিমধ্যেই এই চিঠি এসে পৌঁছেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন