তাঁদের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেছিলেন শ্রোতা। কিন্তু হঠাৎই বাতিল হয়ে গেল অনির্বাণ ভট্টাচার্যের 'হুলিগানইজম' ব্যান্ডের অনুষ্ঠান। আগামী ১ নভেম্বর গীতাঞ্জলি স্টেডিয়ামে। 'ফসিল্স', চন্দ্রবিন্দু', 'লক্ষ্মীছাড়া', 'ইউফোরিয়া'র পাশাপাশি 'হুলিগানইজম'-এরও অনুষ্ঠান ছিল। কিন্তু সম্মিলিত ব্যান্ডের অনুষ্ঠানে 'হুলিগানইজম' থাকলে অনুমতি পাওয়া যাচ্ছে না।
উল্লিখিত অনুষ্ঠানে অন্য ব্যান্ডগুলি থাকছে। কিন্তু বাদ পড়েছে শুধু ‘হুলিগানইজ়ম’। খবরটি নিজেদের সমাজমাধ্যমে জানিয়েছে অনির্বাণের ব্যান্ডে। তাঁরা লিখেছেন, “ইহার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি বা কারণ কখনওই খুঁজিবেন না।” এই মন্তব্যের নেপথ্যেও কি রয়েছে ব্যঙ্গ বা বিশেষ ইঙ্গিত? ব্যান্ডের সদস্য দেবরাজ ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “আমাদের অনুষ্ঠান কেন বাতিল হল, তা সবচেয়ে ভাল জানেন আয়োজকেরা। তবে আমার যতটা জানতে পেরেছি, 'হুলিগানইজম' থাকলে এই অনুষ্ঠানের অনুমতি পেতে অসুবিধা হচ্ছে। অনুমতি দেওয়ার দায়িত্ব প্রশাসনের। তাই এর নেপথ্যের কারণ কী হতে পারে, আমাদের সত্যিই জানা নেই।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন