নিত্যনতুন দলবিরোধী মন্তব্য করে সংবাদ মাধ্যমে শিরোনাম হওয়াই মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের এখন অভ্যাসে দাঁড়িয়েছে বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠরাই। শনিবারও জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারকে টার্গেট করে হুমায়ুনের মন্তব্য, "রাজনীতিতে সব কিছুই সম্ভব।
যে অধীর চৌধুরিকে ২০২৪-এ হারিয়েছি তাঁর সঙ্গেই দরকার হলে বিধানসভা ভোটে ‘সিট অ্যাডজাস্টমেন্ট’ করব।" দিন কয়েক আগে জেলা তৃণমূল সভাপতি বিধায়ক অপূর্ব সরকার বলেন, "তৃণমূল কংগ্রেসকে যদি কেউ চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জ বিনয়ের সঙ্গে গ্রহণ করছি।" তার জবাবে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন। অবশ্য হুমায়ুন অধীর প্রসঙ্গ টেনে আনার ঘন্টা দুয়েকের মধ্যেই তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল নেত্রী ফতেমা বিবি। তাঁর চ্যালেঞ্জ, "হুমায়ুনের ক্ষমতা থাকলে আমাকে ভোটে হারিয়ে দেখাক। তৃণমূলের প্রতীক ছাড়া একজন সাধারণ মানুষ হিসাবে হুমায়ুনকে ভোটে দাঁড়াতে হবে রেজিনগরে, আমি তাঁর বিরুদ্ধে আমজনতার হয়ে লড়াই করব, ক্ষমতা থাকলে হুমায়ুন সেই ভোটে জয়ী হয়ে দেখাক।"

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন