দুর্গাপুর 'গণধর্ষণ'কাণ্ডে নয়া মোড়। পুলিস আগেই দাবি করেছে যে, দুর্গাপুরে গণধর্ষণের কোনও ঘটনা ঘটেনি। এটি একজনের কাজ। দুর্গাপুরের ঘটনায় গ্রেফতার হয়েছে নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলি। তাঁর বিরুদ্ধে প্রমাণ মেলার পরই নির্যাতিতার 'সঙ্গী' সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিস। সহপাঠী অপরাধের রাতে নির্যাতিতার সঙ্গে ছিল ও প্রধান অভিযুক্ত! সহপাঠী-ই ধর্ষক! এমনটাই খবর পুলিস সূত্রে। এই মামলা এবার সামনে নয়া মোড়! এবার নিজের বক্তব্য থেকে 'ইউ-টার্ন' নির্যাতিতার বাবার। দুর্গাপুরের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে 'কুরুচিকর মন্তব্যে' তোপ দেগেছিলেন নির্যাতিতার বাবা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন