শিক্ষা, স্বাস্থ্যে নজির গড়ার পর এবার এক অনন্য সাফল্য বামশাসিত কেরলের ঝুলিতে। স্বাধীনতার ৭৮ বছর পর কেরল হতে চলেছে দেশের প্রথম রাজ্য যেখানে চরম দারিদ্রসীমার নীচে থাকবেন না এক জনও। আগামী নভেম্বর মাসে কেরলকে চরম দারিদ্রমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে পিনারাই বিজয়ন সরকার।
নিজ রাজ্যকে দারিদ্রমুক্ত করতে এক্সট্রিম পভার্টি ইরাডিকেশন প্রজেক্ট’ (ইপিইপি) প্রকল্প চালু করেছিল কেরল সরকার। যার লক্ষ্য ছিল, রাজ্যে চরম দারিদ্রসীমার নিচে যারা বাস করছে সেইসব মানুষকে খুঁজে বের করে তাঁদের দুঃখ লাঘব করা। সেই মতো শুরু হয়েছিল কাজ। আশা কর্মীদের মাধ্যমে দুঃস্থ পরিবারগুলিকে চিহ্নিত করা শুরু করে সরকার। সমস্যা দূরীকরণে নেওয়া হয় একগুচ্ছ পদক্ষেপ। প্রশাসনের তরফে জানানো হয়েছে গত কয়েক বছরে দারিদ্রসীমার নিচে থাকা ৬৪ হাজার ৬টি পরিবারকে ইপিএফের মাধ্যমে চিহ্নিত করা হয়। তাঁদের মধ্যে মোট ১,০৩,০৯৯ জন নাগরিক এখন খাদ্য, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ আশ্রয়ের সুযোগ পেয়েছেন। রাজ্যের মন্ত্রী এম বি রাজেশ জানিয়েছেন, "বর্তমান এলডিএফ সরকারের প্রথম মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর গত পাঁচ বছরে দারিদ্র নির্মূলের লক্ষ্যে আমরা শতভাগ সাফল্য অর্জন করেছি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন