মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, এবার নোবেলে বিশ্ব শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ক্ষেত্রে তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলাকেই সামনে আনা হয়েছে। প্রসঙ্গত, ২০০২ সালে প্রথম রাজনৈতিক যাত্রা শুরু হয় কোরিনার। ভোট মনিটরিং গ্রুপের সদস্য হিসাবে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। সেই সময় তৎকালীন প্রেসিডেন্ট হুগো চাভেজ। সেই সময় দেশদ্রোহিতা-সহ একাধিকবার মৃত্যুর হুমকিও পান তিনি। ২০১০ সালে ভেনেজুয়েলার জাতীয় সংসদে বিপুল ভোটে জয়ী হন। ২০১৪ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন