প্রায় এক বছর আগে সন্দেশখালিতে নারী নির্যাতন ও জমি দখল জনস্বার্থ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কয়েক মাস পরেই বঙ্গে গুরুত্বপূর্ণ নির্বাচন। আর এই নির্বাচনের আগে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের অগ্রগতি নিয়ে দ্বিতীয় রিপোর্ট পেশের নির্দেশ দিল আদালত। বুধবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ ৪ নভেম্বরের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৪ নভেম্বর। এদিকে, শেখ শাহজাহানশূন্য সন্দেশখালিতে ফের নতুন করে জমি দখলের অভিযোগ উঠেছে।
 
 

 
 
 
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন