রাজ্যে অনুপ্রবেশ সমস্যা নিয়ে বিএসএফ-ও দায় এড়াতে পারে না, এমন বিতর্কিত মন্তব্য করে বেশ বিতর্কে জড়িয়েছিলেন বঙ্গের গেরুয়া শিবিরের দোর্দণ্ডপ্রতাপ নেতা দিলীপ ঘোষ। এবার বিতর্কের আঁচ আরও বাড়িয়ে সীমান্ত খুলে দেওয়ার কথা শোনা গেল তাঁর গলায়। খোলাখুলিই এ বিষয়ে নিজের মত তুলে ধরলেন দিলীপ। বললেন, এসআইআর আবহে যাঁরা বাংলাদেশে চলে যেতে চাইছে, তাঁদের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক!শুক্রবার স্বরূপনগরে চা-চক্র কর্মসূচিতে যোগ দিয়ে অনুপ্রবেশ ইস্যুতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দিকে আঙুল তুলেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, "দায়ভার উভয়পক্ষেরই। পুলিশ-বিএসএফ পয়সার জন্য করে এসব করে (অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়)।"

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন