তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এদিনের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন প্রথম দু’ম্যাচে সুযোগ না পাওয়া অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং জীতেশ শর্মা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৬ উইকেটে ১৮৬ রান। জবাবে ভারত তুলল ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান। ভারতের কোনও ব্যাটার বড় রান না পেলেও আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ বের করে নিয়েছেন সূর্যেরা।
জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্য। হোবার্টের ২২ গজে শুরুটা ভাল করতে পারেনি অস্ট্রেলিয়া। অর্শদীপের দাপটে ১৪ রানেই ২ উইকেট পড়ে যায় তাদের। বাঁহাতি জোরে বোলার আউট করে দেন ট্রেভিস হেড (৬) এবং জস ইংলিস (১)। অধিনায়ক মিচেল মার্শও (১১) ওপেন করতে নেমে রান পাননি। তাঁকে আউট করেন বরুণ চক্রবর্তী।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন