শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন জীতু কমল। জানা যায়, আচমকাই বুকে ব্যথা অনুভব করছিলেন অভিনেতা। পাশাপাশি কাঁপুনি দিয়ে জ্বরও আসে জীতুর। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। বর্তমানে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের 'আর্য'। সূত্রের খবর, হুগলির ধান্যকুড়িয়ায় প্রকাশ লাহিড়ি পরিচালিত 'এরাও মানুষ' ছবির শুটিং করছিলেন জীতু।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন