প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন সন্তু গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সন্তুর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ ছিল, তিনি চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে টাকা তুলেছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তির আগেই জামিন পেলেন সন্তু। উল্লেখ্য, নিম্ন আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এদিনই শেষ হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই জেল থেকে মুক্তি পাবেন পার্থ। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলায় তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন