মাও নিকেশ অভিযানে বড় সাফল্য। অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামরাজু জেলার মারেদুমিলির জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমান্ডার মাদবি হিডমা-সহ কমপক্ষে ৬ মাওবাদী মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানা—এই তিন রাজ্যের সীমানায় মারেদুমিলির জঙ্গলে মাওবাদী শীর্ষনেতার খবর পেয়েই তল্লাশি যৌথ অভিযান চালায় নিরাপত্তাবাহিনী ও অন্ধ্রপ্রদেশ পুলিশ।
আলুরি সীতারামরাজু জেলার এসপি অমিত বরদার জানান, মারেদুমিলির গভীর জঙ্গলে সকাল সাড়ে ৬ থেকে ৭ টার মধ্যে এই সংঘর্ষ হয়। তিনি বলেন, "নিরাপত্তাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালায়। তাতে আলুরি জেলায় সংঘর্ষে ৬ মাওবাদী নিহত হয়েছে।"মাওবাদীদের ধরতে দীর্ঘদিন ধরে অভিযান চলছে। হিডমার খোঁজ চলছিল। অবশেষে মঙ্গলবার তার নাগাল পায় নিরাপত্তাবাহিনী। সূত্রের খবর, মৃতদের মধ্যে হিডমার স্ত্রী রাজে ওরফে রাজাক্কাও রয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন